ভারী তুষারপাত সান্দাকফুতে, বিপরীত আবহাওয়াতে উচ্ছাস পর্যটকদের মধ্যে
নিজস্ব সংবাদদাতা : হঠাৎ করে তুষারপাত , আর তাতেই ব্যাপক উচ্ছ্বাসিত সান্দাকফুতে আসা পর্যটকেরা। একেবারে বিপরীত আবহাওয়া , সান্দাকফু এবং তার আশেপাশের এলাকায় । বিগত কিছু দিন ধরে ক্রমাগত তুষারপাত হয়ে চলেছে এই এলাকা জুড়ে । এটা দুদিন আগেও ছিল না। এই সময় সাধারণত তুষারপাত দেখতে পাওয়া যায় না, কিন্তু এই সময় ভারী তুষারপাত অনেকটাই আনন্দ ভরিয়ে দিয়েছে পর্যটকদের মনে।

অনেকেই জানিয়েছেন সাধারণত এই সময় তুষারপাত দেখা একেবারেই বিরল ঘটনা । তাই হঠাৎ করে অনুকূল আবহাওয়া পেয়ে যাওয়ায় খুশি এলাকার স্থানীয় মানুষেরাও। খবর শুনে পর্যটকদের ঝাঁক এসে উপচে পড়েছে এই এলাকায়। এমনকি হোটেল গুলিতেও ভিড়ে জায়গা হচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক দিন এইসব এলাকায় আবহাওয়া শীতলতমই ় থাকবে। তুষারপাত হওয়ার পরে হোটেল গুলিতে ভিড় উপচে পড়ছে। আরো কয়েকদিন এই ধরনের আবহাওয়া থাকলে আমাদের চিন্তা করার কারণ নেই, এমনটাই জানিয়েছেন পর্যটন বিশেষজ্ঞরাও।