“ভুয়া ভোটার নিয়ে রয়েছে চরম দুশ্চিন্তা ” সাংবাদিক সম্মেলনে অকপটে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী জানিয়েছেন , ভুয়া ভোটারদের খুঁজে বের করতে হবে। কারণ বিজেপি এবং সিপিএম এই একটা চাল চালবে। আমরা সেটা কিছুতেই হতে দেব না। শিলিগুড়িতে এসে সাংবাদিকদের ঠিক এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভাবেন, সেই কারণেই এবারে DA পাঠানোর ব্যবস্থা করেছেন। আপনারা সবাই দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে , মানুষের জন্য কাজ করে চলেছেন। আগামী বছর বিধানসভা ভোট রয়েছে তাই আমাদের আরো সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ বিজেপি এবং সিপিএম চাইবে নিজেরা আসতে না পারলেও, ভুয়া ভোটার তৈরি করতে। যেটা আমরা কিছুতেই হতে দেব না। দিল্লি জয়ের পরে বিজেপি ভাবছে ওরা গোটা বাংলা দখল করবে, কিন্তু ওদের ধারণা সম্পূর্ণ ভুল। এটা কোনভাবেই কারো পক্ষে সম্ভব হবে না। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চেনেন এবং জানেন তারা জানেন কোন ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অপদস্ত করা যাবে না। সেই জন্য বিকল্প পথে নানান ধরনের প্রচার করে চলছে বিজেপি এবং সিপিএম। তবে এইভাবে তো ক্ষমতায় আসা যায় না, কারণ মানুষ এত ভোলা না, ভুলেও ওদের ভোট দেবে না।

চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের এও জানান আগামী বছর ভোট , এখনই আমাদের হয়ে লড়াই করতে তৈরি হয়ে আছেন বাংলা সাধারণ মানুষ। যারা মুখ্যমন্ত্রী কে চেনেন এবং জানেন, বিজেপির চাল তারা কোনভাবেই সফল হতে দেবেন না। আমাদের এবার বিধানসভা নির্বাচনের আগে সতর্ক হয়ে লড়াই করতে হবে। তিনি আরো জানান লক্ষীর ভান্ডার সারা বিশ্বে বিপুল জনপ্রিয়। তাই ওদের হিংসা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *