রোগীর পরিবারের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠলো হাসপাতালে অবজারভেশন ওয়ার্ডে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দুই বাইক আরোহী আমোদপুর থেকে সিউড়ি ফিরছিলেন বুধবার রাতে। তারা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে আমোদপুরে । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহী রোহন ঘোষের (১৯)। এমনকি তার বন্ধু গুরুতর আহত হয়। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা হয় দুজনকেই । রোহনকে সেখানেই মৃত বলে ঘোষনা করেন চিকিত্‍সকরা। এছাড়া বর্ধমানে রেফার করা হয় তার বন্ধুকেও । অভিযোগ এরপরই ওই পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে।

তারা প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে চিকিত্‍সকদের সাথে। এরপর হাসপাতালে অবজারভেশন ওয়ার্ডে তারা এমনকি ভাঙচুরেরও চেষ্টা করে। কর্তব্যরত সিকিউরিটি কর্মীরা ভাঙচুর করতে বাধা দেয়। সাথে সাথেই সিউড়ি থানায় খবর দেওয়া হয় । বিশাল পুলিশও বাহিনী যায় সিউড়ি থানা থেকে এবং ছত্রভঙ্গ করে দেয় তাদেরকে। ততক্ষণে তারা হাসপাতালে অবজারভেশন ওয়ার্ডের জানালার কাঁচ ঢিল মেরে ভেঙ্গে দেয়। এদিকে মৃত যুবকের দাদা রানা ঘোষ দাবি করেন, ” আমি, বাবা ও মা হাসপাতালে আসি ভাইয়ের মৃত্যুর খবর পেয়েই। আমি মৃতদেহ দেখি। এবং বাড়ি চলে যাই মা বাবাকে নিয়ে। কি হয়েছে আমি কিছুই বলতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *