ভুল রানওয়েতে অবতরণ, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো দিল্লি বিমান বন্দর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভুল রানওয়েতে অবতরণ বিমানের। বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লির ইন্দিরা গান্ধী আর্ন্তজাতিক বিমানবন্দর। জানা গেছে আজ বেলা ১২টা ০৭ মিনিট নাগাদ কাবুল থেকে আসা এফজি৩১১ বিমানটি ২৯আর রানওয়েতে অবতরণ করে। যদিও রানওয়েটি কেবলমাত্র উড়ান শুরুর জন্য ব্যবহৃত হয়। সেসময় সেখানে অন্য কোনও বিমান না থাকায় বড়সড় দুঘর্টনা এড়ানো গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এদিকে বিমানবন্দর সূত্রে খবর, সাধারণত ২৯আর রানওয়ে থেকে যাত্রা শুরু করে বিমানগুলি। অন্যদিকে ২৯এল রানওয়েতে অবতরণ করে বিমান। তবে পরিস্থিতি বা বায়ু চলাচলের দিক বিবেচনা করে দুই রানওয়ের মধ্যে অদল-বদল করা হয়ে থাকে। এয়ারবাস এ৩১০ বিমানটির ভুল রানওয়েতে অবতরণের পিছনে গাফিলতি কার? বিমানকর্মী, নাকি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের? তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *