ভুয়ো করোনা পরীক্ষা কুম্ভমেলায়, মামলার নির্দেশ দিল উত্তরাখণ্ড সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে উত্তরাখণ্ড সরকার হরিদ্বার জেলা প্রশাসনকে মামলা করতে নির্দেশ দিল বেসরকারি পরীক্ষাগারগুলির বিরুদ্ধে কুম্ভমেলার সময় ভুয়ো কোভিড পরীক্ষা করার অভিযোগে৷ বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভমেলার সময় অর্থাৎ ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত করোনা পরীক্ষার জন্য মূলত রাজ্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিল দিল্লি ও হরিয়ানা ভিত্তিক এই বেসরকারি পরীক্ষাগারগুলি৷

উত্তরাখণ্ড সরকার হরিদ্বার জেলা প্রশাসনকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে মহাকুম্ভ চলাকালীন করোনা পরীক্ষা কেলেঙ্কারিতে৷ মেলা চলাকালীন হরিদ্বারে পাঁচটি জায়গায় দিল্লি ও হরিয়ানা থেকে যে পরীক্ষাগারগুলি ছিল করোনা পরীক্ষা করার জন্য, মামলা করার আদেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেও৷ রাজ্য সরকারের মুখপাত্র সুবোধ ইউনিয়াল এমনটাই জানান সংবাদ সংস্থা এএনআইকে৷

গত সপ্তাহে, হরিদ্বার জেলা প্রশাসন এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে ধর্মীয় সমাবেশে এক লাখেরও বেশি জাল করোনা পরীক্ষা-নিরীক্ষার খবর প্রকাশিত হওয়ার পরই৷ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পরীক্ষাগারগুলি এই ধরনের জাল পরীক্ষা করেছে উত্তরাখণ্ড হাইকোর্ট থেকে নির্ধারণ করে দেওয়া দৈনিক ৫০ হাজার করোনা পরীক্ষার কোটা পূরণের জন্যই৷এই বিষয়ে হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট সি রবিশঙ্কর বলেন, ‘‘কুম্ভমেলা চলাকালীন যে সমস্ত পরীক্ষাগারগুলিকে করোনা আরটি-পিসিআর এবং রেপিড অ্যান্টিজেন পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তা আপাতত আটকানো হয়েছে ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *