ভেবে দেখব’DVC-র সঙ্গে আর সম্পর্ক রাখব কিনা, পাঁশকুড়ায় প্লাবিত এলাকায় দাঁড়িয়ে এ কথাই জানালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : বানভাসি বাংলায় আবারও ‘ম্যান মেড বন্যার’ তত্ত্ব খাঁড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আপনাদের যা সাহায্য করার, করা হবে।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে, ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, ৪লক্ষ কিউসেক জল ছেড়েছে। যা কোনওদিন হয়নি।” মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি, কপালেশ্বর কেলেঘাট প্রকল্পের মাধ্যমে অনেক এলাকাকে রক্ষা করেছি, ঘাটাল মাস্টারপ্ল্যান, যেটা পড়ে রয়েছে ১০ বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করছি। আগামী ২ বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, তাহলে সমস্যা।”
কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী এও বলেন, “ডিভিসি-র জলধারণ ক্ষমতা এখন মাত্র ৩৬ শতাংশ এসেছে। ডিভিসি-র জলে কেন বাংলা ডুববে? আমরা কৈফিয়ত চাই। ফরাক্কা ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিভিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য জল ছাড়া হয়। ডিভিসি-র সঙ্গে আর সম্পর্ক রাখব কিনা, ভেবে দেখব” তাঁর কথায়, ‘বাংলা একটা নৌকার মতো।’ ভেবে দেখব’DVC-র সঙ্গে আর সম্পর্ক রাখব কিনা।