ভোটের আগে আজ ১২ ঘন্টার ভারত বনধের ডাক কৃষকদের , এক নজরে জরুরি কিছু তথ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে দেশজুড়ে বন্‌ধের ডাক। রাত পোহালেই আরও একটা ভারত বন্‌ধ। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া দেশের কৃষক আন্দোলন আজ ৪ মাসে পা দিল। কেন্দ্রীয় সরকারের তিনটি নতুন কৃষি আইনকে প্রত্যাহারের দাবিতে অনড় অন্নদাতারা আজ এই বনধের ডাক দিয়েছেন।

শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে বনধ পালন করা হবে। বনধের সময় রেল, যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে। কৃষকদের ডাকা বনধের জেরে দোকানপাটও বন্ধ থাকতে পারে। কৃষকনেতা রাকেশ টিকাইত বলেছেন, ‘‌সরকার বৈঠক করতে রাজি না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে। দেশজুড়ে ফসলের ন্যূনতম ও সর্বোচ্চ দাম থাকা উচিত।’‌ গত কয়েকদিন ধরেই চুপ কেন্দ্র। মোদি সরকারের এ হেন নীরবতা নিয়ে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন টিকাইত।

এর আগে গত বছরের ডিসেম্বরে ভারত বনধ ডেকেছিলেন কৃষকরা। কৃষি আইনের প্রতিবাদে কয়েকদিন আগেই রেল রোকো কর্মসূচিও করেন কৃষকরা।তারপর আবার আজ এই ভারত বনধ।তবে জানা যাচ্ছে জরুরি পরিষেবার ক্ষেত্রে বনধের প্রভাব পড়বে না যেমন ওষুধের দোকান, দুধ, সবজির দোকানে এবং ব্যাঙ্ক পরিষেবার উপরে কোনও প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *