ভোটের আগে রণকৌশল ঠিক করতে দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল এলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে
নিজস্ব সংবাদদাতা : ভোটের আগে রণকৌশল ঠিক করতে দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল আসলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে। তিনি জানান আমাদের এখন সবকিছু ঠিক করে ভোটের ময়দানে নেমে পড়তে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্প গুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব সেই প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। অথবা যে এবং যারা এখনো এই প্রকল্প গুলির সুবিধা পাননি তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।

তিনি আরও জানান বিজেপি প্রতিবছরই ভোটের আগে নোংরা রাজনীতির খেলা খেলে। আর এবারও তার ব্যতিক্রম হলো না, অথচ শেষে কিছুই হয় না। আমাদের সবদিক দিয়ে বিচার করে এগিয়ে যেতে হবে। মানুষ অবশ্য বুঝে গেছেন বিজেপি কি চাল চলছে। আমাদের সেইগুলিকে ব্যর্থ করতে হবে। বিজেপি বাংলাতে যেভাবে মানুষকে বিভ্রান্ত এবং হয়রানি করলো সেটা এক কথায় অবিশ্বাস্য। কেন মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। মানুষের কাছে এবং মানুষের পাশে থাকতে গেলে আমাদের মুখ্যমন্ত্রীর মতো হতে হবে, এদিন উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রাবনী দত্ত এবং সভাপতি কমল কুমার কর্মকার ছাড়াও চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল এবং তৃণমূল কংগ্রেস এর পুরুষ এবং মহিলা সদস্যরা।

