ভোটের মরশুমে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলো মুর্শিদাবাদের বহরমপুর লালগোলা রাজ্য সড়কে
বেস্ট কলকাতা নিউজ : ভোটের মরশুমে বিশাল পরিমাণ হিসেব বহির্ভূত টাকা উদ্ধার করল ভগবানগোলা থানার পুলিশ ও ফ্লাইং স্কোয়ার্ড। রবিবার বিকেলে মুর্শিদাবাদের লালগোলা-বহরমপুর রাজ্য সড়কের ভগবানগোলা থানার পি ডব্লু ডি মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন মোট ২১লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেন এফ এস টি স্কোয়াডের অফিসারেরা । এই টাকা উদ্ধার এর ঘটনায় প্রীতি কুমার দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।জানা গিয়েছে, ওই ব্যক্তি জিয়াগঞ্জ থানার স্টেশন রোড লন্ডন মিশন এলাকার বাসিন্দা৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি চার চাকা গাড়ি করে প্রীতি কুমার দাস এদিন লালগোলা থেকে জিয়াগঞ্জ যাচ্ছিলেন। নির্বাচনী নিয়ম মেনে বিভিন্ন সড়কে জারি রয়েছে প্রশাসনিক তল্লাশি।সেই তল্লাশি চালাতে গিয়েই প্রীতিবাবুর গাড়ির মধ্যে থেকে ব্যাগ ভরতি টাকা উদ্ধার করা হয়।
এদিকে এই খবর চাউর হতেই ব্যপক উত্তেজনা দেখা দেয় সমগ্র এলাকায় ।তবে আটক হওয়া ব্যক্তি প্রীতি কুমার দাস লটারির ডিস্ট্রিবিউটর বলে দাবি করেন নিজেকে। তিনি আর বলেন,” সপ্তাহ খানেক আগে লটারিতে ২৬ লাখ টাকা পাই।ওই টাকা লালগোলা থেকে বাড়ি নিয়েই আসছিলাম।ফলে হিসেব বহির্ভূত বা অবৈধ টাকা আমি বহন করিনি। আমার হাতে উপযুক্ত তথ্য প্রমাণও রয়েছে৷”এই ব্যাপারে ভগবানগোলার বিডিও পুলক কান্তি মজুমদার জানিয়েছেন, আটক ব্যক্তিকে জেরা করা শুরু হয়েছে৷