ভোটের মুখেই আয়কর হানা ঝাড়খণ্ডে , আধিকারিকরা হাজির হল সোজা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়িতেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের মাঝেই বড় অভিযান। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে আয়কর দফতর হানা দিল। আজ, শনিবার সকাল থেকেই শুরু হয়েছে অভিযান। রাঁচীর ৭টি জায়গায় ও জামশেদপুরে আয়কর হানা চলছে বলেই জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগেই রাজ্যের একাধিক জায়গায় আয়কর হানা ঘিরে ব্যাপক শোরগোলও পড়ে গিয়েছে। এদিকে এ দিন সকালেই হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের রাঁচীর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রাঁচী ও জামশেদপুরের ৯ জায়গায় তল্লাশি অভিযান চলছে।

আয়কর বিভাগের এই অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী সোরেন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে কোনও মন্তব্য করা হয়নি। এর আগে, অক্টোবর মাসের শেষভাগে ঝাড়খণ্ডে ইডি অভিযান চালিয়েছিল। জলজীবন মিশনে আর্থিক কেলেঙ্কারির মামলায় ওই অভিযান চালানো হয়েছিল। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মিথিলেশ ঠাকুরের ভাই বিনয় ঠাকুর, ব্যক্তিগত সচিব হরেন্দ্র সিং সহ একাধিক আধিকারিকের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। উলেখ্য , আর কয়েকদিন বাদেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ১৩ নভেম্বর প্রথম দফার ভোট গ্রহণ, দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২০ নভেম্বর। ভোটের ফল প্রকাশ হবে আগামী ২৩ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *