রোগীদের ‘রেফার’ সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কতৃপক্ষের তরফে , চরম উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দফতর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নবান্ন ও স্বাস্থ্য দফতর চরম উদ্বিগ্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কতৃপক্ষ গুলির তরফে রোগীদের রেফার রোগে। এনিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর এমনকি কড়া চিঠিও দিয়েছে বিভিন্ন মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও মহকুমা হাসপাতালগুলির সুপার, প্রিন্সিপালদের। মূলত রোগীদের ‘রেফার’ করা প্রতিদিনই বাড়ছে কয়েকটি জেলার সরকারি হাসপাতাল ও মেডিক‍্যাল কলেজগুলিতে, এই নিয়েই স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া চিঠিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই চিঠিতে আরও বলা হয়েছে রাজ্য সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে উন্নত মাণের পরিষেবা দিচ্ছে, শুধু তাই নয়, জটিল চিকিৎসার জন্য যাতে রোগীরা উন্নত মানের পরিষেবা পান, তা নিশ্চিত করা হয়েছে। তারপরও কেন বাড়ছে রোগীদের ‘রেফার’ শতাংশ ? এদিকে নবান্ন সূত্রে খবর ওই চিঠিতে জেলা প্রশাসনের আধিকারিকদের তাঁদের সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলি নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *