ভয়াবহ আগুন বাঁশবোঝাই চলন্ত লরিতে ! ৩১ নং জাতীয় সড়কে চরম উত্তেজনা ধূপগুড়িতে
বেস্ট কলকাতা নিউজ : জাতীয় সড়কে ভয়াবহ আগুন লাগলো বাঁশবোঝাই চলন্ত লরিতে। মাঝ রাতে রাস্তার উপর লরি জ্বলল জাতীয় সড়কে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি ব্লকের জলঢাকা সেতু সংলগ্ন ৩১ নং জাতীয় সড়ক এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী রাজস্থান রেজিস্ট্রেশন নম্বরের বাঁশবোঝাই লরি চলন্ত অবস্থায় আচমকাই রাস্তার থেকে নীচে নেমে যায়। সেই সময় অতিরিক্ত বাঁশবোঝাই লরিতে থাকা বাঁশের অংশ চলে আসে ভারী ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে । মুহূর্তে লরিতে আগুন ধরে যায়। লরির চালক এবং খালাসি প্রাণে বাঁচেন কোনওক্রমে পালিয়ে।
এদিকে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় পাশেই একটি পেট্রোল পাম্প ও বসতি থাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং ধূপগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওই তারের বিদ্যুৎ সংযোগ। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের আরও একটি ইঞ্জিন পৌঁছালে । তবে লরিতে থাকা বাঁশ এবং লরির ব্যাপক ক্ষতি হয় বলে জানা গিয়েছে।