মজুরি বন্ধ রাখার নোটিস চাঁপদানির নর্থব্রুক জুটমিলের, মাথায় হাত পড়লো কর্মরত শ্রমিকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উৎসবের মরসুমে নর্থব্রুক জুটমিলে অচলাবস্থা। হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিলে শ্রমিক অসন্তোষের জের। অস্থায়ীভাবে মজুরি বন্ধের নোটিস দিল মিল কর্তৃপক্ষ। অচলাবস্থা কাটাতে আগামী ৯ অক্টোবরে শ্রম দফতরে বৈঠক হবে। নর্থব্রুক জুট কোম্পানি লিমিটেডে কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলন চলছিল। শ্রমিক কমিয়ে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে আন্দোলন করছিলেন শ্রমিকদের একাংশ। এই জুটমিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। আর কয়েকদিন পর দীপাবলি, ছটপুজো। তার আগেই জুট মিলে অচলাবস্থায় সমস্যায় পড়বেন শ্রমিকরা।

মিল কর্তৃপক্ষ নোটিস জারি করে অস্থায়ীভাবে শ্রমিকদের মজুরি প্রদান স্থগিত রাখার ঘোষণা করেছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, ‘মূল গেট অবরোধের কারণে’ তৈরি পণ্যের রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ফলে কোম্পানি ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বাইরের কয়েকজন মিলে অবৈধভাবে মিলের প্রধান ফটকে অবরোধ গড়ে তোলায় মিলের ভেতরে-বাইরে যাতায়াত বন্ধ হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে নোটিসে। মূলত এই অচলাবস্থা চলছে গত ২৫ সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে শুরু হল স্পিনিং বিভাগে শ্রমিক ছাঁটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *