অবশেষে প্রথাভঙ্গ ! করোনা আবহে রবীন্দ্রভারতীর বাতাসে রং উড়বে না এ বছর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এই প্রথম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কোনো বসন্ত উৎসব হবে না প্রচলিত প্রথা ভেঙে। এবছর আর দোল উৎসবে হরেক রঙা আবিরও উড়বে না ক্যাম্পাসের বাতাসে । নেপথ্যে রয়েছে সেই করোনা কাঁটাই । এবছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসন্ত উৎসবের আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে করোনার বর্তমান চিত্র দেখেই।

এই বিষয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, “ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস বন্ধ রয়েছে গত বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই এবং অনলাইনেই হচ্ছে শিক্ষা সংক্রান্ত সব কাজকর্ম। আমরা নিশ্চিত নই যে, ছাত্র-ছাত্রীদের শারীরিক উপস্থিতিতে করোনা আবার ফের মাথাচাড়া দেবে কি না । তাই আমরা বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে জমায়েত এড়াতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *