মদন তামাঙ্গ হত্যাকাণ্ডে রেহাই মিলল না বিমল গুরুং এর, মামলার পুনঃবিবেচনা করবে সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা : নিম্ন আদালতের আবেদনের পরিপ্রেক্ষিতে বিমল গুরুঙ্গ কে রেহাই দিল না সুপ্রিম কোর্ট। জানা গেছে মদন তামাঙ্গ হত্যাকান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিমল গুরুং দোষী সাব্যস্ত না হলেও তার উপর নজরদারি চালানো হবে। এই মামলার শুনানি আবার শুরু হবে। যদিও ঘনিষ্ঠ মহলে বিমল গুরুং জানিয়েছেন তিনি কিছু জানতেন না। তাকে তার শত্রুরা এই মামলার সাথে জড়িয়ে দিয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এই ঘটনাকে একেবারে হালকা ভাবে মেনে নিতে নারাজ। এদিকে সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে এই ঘটনা অত্যন্তস্পর্শকাতর বিষয়। এই ঘটনাকে কোনভাবেই হালকাভাবে মেনে নেওয়া যায় না। আবার শুনানি শুরু হবে। বিমল গুরুং বর্তমানে পাহাড়েই আছেন, এদিকে এই ঘটনাকে তিনি জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলে মেনে নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। এই ঘটনার সাথে তিনি কোনভাবেই জড়িত নন। এরপর ঘটনা কবে কোন দিকে গড়াবে তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরই।
