ইতালির হারিয়ে যাওয়া গ্রাম উদ্ধার দীর্ঘ ৭১ বছর পর , অবাক হবেন ছবি দেখলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি জলের পৃষ্ঠ থেকে উঠে এসেছে ৭০ বছর ধরে ইতালির হ্রদের তলায় নিমজ্জিত এক গ্রাম। আর এতেই ওই এলাকায় পড়েছে ব্যাপক শোরগোল। জানা যায় ৭১ বছরের মধ্যে প্রথমবারের মতো আবিষ্কার করা হয়েছে কিউরন (Curon) নামের এই গ্রামটি। এক সময়, কিউরন ছিল একশো মানুষের আবাসস্থল। কিন্তু ১৯৫০ সালে গ্রামটি ভয়াবহ বন্যার কবলে পড়ে জলের নিচে তলিয়ে গিয়েছিল গ্রামবাসীদের উদ্যোগে একটি জলবিদ্যুত্‍ প্রকল্প তৈরি করার সময়। সেই সময়ে গ্রামবাসীরা স্থানান্তরিত হয়ে অন্যত্র চলে যান।

পরবর্তী কালে গ্রামটি বহু বছর ধরে ছিল রেসিয়া লেকের আওতায়। লেক রেসিয়া ইতালির দক্ষিণ টাইরোলের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ, এর অবস্থান রেসচেন পথের প্রায় ২ কিলোমিটার দক্ষিণে। এটি রয়েছে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের সীমান্তবর্তী আল্পাইন অঞ্চলের দক্ষিণ টাইরোলে। আর সম্প্রতি অস্থায়ী ভাবে হ্রদটি থেকে জল বার করার সময়ে হ্রদের নিচে ডুবে থাকা এই ৭০ বছর আগের তলিয়ে যাওয়া গ্রামটি স্থানীয়দের চোখে পড়ে। তবে বিবিসির (BBC) এক প্রতিবেদনে বলা হয়েছে হ্রদের মধ্যে থেকে ধীরে ধীরে জলের স্তর কমে যাওয়ার ফলে কোনও বাড়ির সিঁড়ি, দেওয়াল, বাড়ির কাঠামো আরও নানারকম ধ্বংস চিহ্ন দেখা যাচ্ছে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *