মদন মিত্রের আর্থিক সাহায্যের আশ্বাস “কাঁচা বাদাম” গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে
বেস্ট কলকাতা নিউজ : এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে তাঁর গান। শুধুমাত্র দেশ নয় জনপ্রিয় হয়ে উঠেছে এমনকি দেশের বাইরেও। আর কাঁচা বাদম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের বিরম্বনা তৈরি করেছে সেই খ্যাতিই। কারন তার গান ভাইরাল হলেও বন্ধ হয়েছে বাদাম বিক্রি।
শনিবার কলকাতায় পুর ভোটের প্রচারে রবীন্দ্র সরোবরের কাছে একটি চায়ের দোকানে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে তার দেখা মিলল।মদন মিত্রের সঙ্গে দেখা করে এমনকি তিনি জানান নিজের চরম আর্থিক দুরবস্থার কথাও। তাঁর গানে মুগ্ধ হয়ে এক কথাতেই তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এমনকি মদন মিত্র। মদন মিত্র জানান, তিনি ভুবনের হাতে তুলে দেবেন ২০ হাজার টাকা। এদিন মদন মিত্র ভুবনের সঙ্গে একসঙ্গে কাঁচা বাদাম গানটিও গেয়েছেন। এছাড়াও আগামী পুরভোটের দিন বিধায়ক প্রতিটি ওয়ার্ডের পার্টি কর্মীদের জন্য বাদাম ভাজা অর্ডার করেন। মদন মিত্র এও বলেন ও লাভলির বদলে এখন বাদাম ভাজাই তাঁর নতুন ট্যাগলাইন ।