মনীষীদের মূর্তি নিয়ে কড়া পদক্ষেপ পুরসভার, লাগানো হতে পারে এমনকি সিসিটিভি ক্যামেরা
শিলিগুড়ি : যারা বাংলাকে গর্বিত করেছেন, তাদের মূর্তি আছে গোটা বাংলা জুড়ে। এমনকি আছে শিলিগুড়িতেও, কিন্তু মূর্তিগুলির রক্ষণাবেক্ষণ তো দূরের কথা মূর্তিগুলোর সম্মানও রাখতে পারছে না বলে অভিযোগ বুদ্ধিজীবী এবং প্রবীণ মহলের। শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন ওয়ার্ডে আছে বুদ্ধিজীবীদের মূর্তি, কিন্তু গত এক বছর ধরে দেখা যাচ্ছে , ভূ লুন্ঠিত হতে চলেছে তাদের সম্মান। যারা একসময় বাংলার তথা ভারতকে গর্বিত করেছেন তাদের সম্মান রাখতে পারছে না কেউ, শিলিগুড়ি সূর্যসেন পার্ক দিয়ে শুরু, এরপর একের পর এক ওয়ার্ডে যেখানে মনীষীদের মূর্তি আছে কে বা কারা এসে মনীষীদের মূর্তিকে লাঞ্ছিত করছে, শেষ হয়েছে শিলিগুড়ি ৪৬ নম্বর ওয়ার্ডে, এটা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ সাধারণ মানুষ , অবশেষে সব শুনে নড়েচড়ে বসেছে শিলিগুড়ি পুরসভা, মেয়র জানিয়েছেন যেখানে যেখানে মনীষীদের মূর্তি আছে শিলিগুড়িতে, সেখানে সেখানেই লাগানো হবে সিসিটিভি ক্যামেরা। সনাক্ত করা হবে দুষ্কৃতিদের। মেয়র আরো জানান যে বা যারা থাকুক, ছাড়া হবে না কাউকেই, সাজা পাবেন সকলেই।