মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে আরাবুলকে গ্রেফতার করল পুলিশ
প্রতিনিধি : ফের গ্রেফতার আরাবুল। ভাঙড়ের ত্রাস এখন পুলিশের হেফাজতে। একটা নৃশংস হত্যাকে কেন্দ্র করে যখন উত্তপ্ত ভাঙড়ের পরিস্থিতি তখনই গ্রেফতার করা হল তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। তবে এই গ্রেফতার আরাবুলকে বাঁচাতে না ভাঙড়ের মানুষের স্বতস্ফূর্ত প্রতিবাদকে প্রশমিত করার জন্য- তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। জানা গিয়েছে, বাড়ির পিছনের মাঠে আত্মগোপন করে ছিল আরাবুল। তার সঙ্গে ছিল আরও এক সঙ্গী। পুলিশ প্রায় গরু খোঁজার মতোই আরাবুলকে খুঁজে বের করে শুক্রবার রাতে গ্রেফতার করে। এর কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আরাবুলের গ্রেফতারির নির্দেশ দিয়েছিলেন।
আজ বারুইপুর আদালতে তোলা হবে আরাবুলকে। আপাতত তিনি পুলিশ হেফাজতে। রাতে তাকে কাশীপুর থানায় রাখা হয়। তবে, আরাবুলের বাকি সঙ্গীদের খোঁজ পুলিশ পায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছিল আরাবুলের আশ্রয়ে থাকা দুষ্কৃতী খুদে। এদিনের ঘটনার পর থেকেই নিখোঁজ সে। অভিযোগ আরাবুল ও তার ছেলে হাকিমুলের নেতৃত্বে জাহির, আব্বাস, সুভাষ মনোজ, বাসু, খাতিপ, সুফিয়ানরা মিছিলকে নিশানা করে বোমা ছুঁড়েছে এবং গুলি চালিয়েছে। জমি-জীবিকা-বাস্তুতন্ত এবং পরিবেশ রক্ষা কমিটির দাবি এরা সকলেই দুষ্কৃতী এবং এদের মধ্যে কয়েক জন বহিরাগত দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের সঙ্গে সঙ্গে পলাতক আরাবুলের ছেলে হাকিমুল।