বিএসএফের গুলিতে তিন গরুপাচারকারী নিহত হল সিতাইয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিন সন্দেহভাজন পাচারকারী বিএসএফের গুলিতে নিহত হলেন সীমান্তে গরু পাচারের সময়। শুক্রবার ভোরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই থানায় অন্তর্গত ভারত- বাংলাদেশ সীমান্তে। জানা গিয়াছে নিহত তিন জনের মধ্যে এক জন ভারতীয় ও বাকি দুজন বাংলাদেশী।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ বিএসএফের সঙ্গে সন্দেহভাজন গরুপাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয় সিতাইয়ের চামটা এলাকায়। অভিযোগ উঠেছে রাতে ওই তিন জন গরুপাচার করছিলেন বলেও । সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা সে সময় পাচারে বাধা দেন। অভিযুক্তরা পাল্টা আক্রমণ করেন তাঁদেরকে।ওই ব্যক্তিরা এমনকি ইঠপাটকেলও ছুড়তে থাকেন বিএসএফের জওয়ানদের লক্ষ্য করে । অভিযোগ, সে সময় বিএসএফ জওয়ানেরা গুলি ছোড়েন পাচারকারীদের দিকে। তিন জন নিহত হন দু’পক্ষের সংঘর্ষের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *