মরার ভান করে শ্বাস আটকে অভিনয় করছিলাম ছিলাম, ট্যাংরাকাণ্ডে সামনে এলো নাবালকের এমনি হাড়হিম করা বয়ান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ট্যাংরাকাণ্ডে অবশেষে সামনে এলো নাবালকের চাঞ্চল্যকর এক বয়ান । রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সামনে চাঞ্চল্যকর বয়ান দেয় এই নাবালক। নাবালক প্রতীপ দে জানায়, ‘যোগা এবং জিম করার ফলে পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি আমার। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছি। এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম। এরপর কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়।’

এদিকে নাবালকের আরও দাবি, আমি দোতলায় উঠে দেখি মা কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে। মা-কাকিমা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তাদের খুন করা হয়। বাবা ঘটনার দুইদিন আগে বলেছিল, এবার পাওনাদাররা ধাওয়া করবে। মৃত্যু ছাড়া আর কোনোও উপায় নেই বলেছিল বাবা-কাকা। আমাকে সেদিন আলোচনার সময় ঘর থেকে বের করে দেওয়া হয়। আমি সেদিন ঘরে থাকলে অন্য কোনও রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম। বাবা কাকার ব্যবসা একেবারে লাটে উঠেছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *