মস্তিষ্কের বিরাট টিউমারের সফল অস্ত্রোপচার, অসাধ্য সাধন করলো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
বেস্ট কলকাতা নিউজ : বৃহৎ আকারের মস্তিষ্কের টিউমার সফলভাবে অস্ত্রোপচার ৷ অসাধ্য সাধন করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । সুস্থ হয়ে বাড়িও ফিরে গেলেন পড়শি রাজ্যের ৩৮ বছরের রোগী আলপনা মাহাতো ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চিরুডির বাসিন্দা আলপনা মাহাতো ৷ গত সাড়ে চার বছর ধরে তাঁর মাথায় বাসা বেঁধেছিল টিউমার ৷ এর ফলে মাথায় ব্যথা, হাঁটতে চলতে গেলে সমস্যা হতো তাঁর ৷ এমনকি হাঁটতে হাঁটতে টলে পড়ে যেতেন ৷ অজ্ঞানও হয়ে যেতেন মাঝে মধ্যে ৷ আর সবচেয়ে গুরুতর বিষয় ছিল তিনি জল খেতে পারতেন না ৷

গত একমাস আগে আলপনার শারীরিক সমস্যা বাড়তে থাকে । তখন পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে ৷ তাঁকে নিয়ে ঝাড়খণ্ডের জামশেদপুরে দ্বারস্থ হয় এক চিকিৎসকের কাছে ৷ সেখানে চিকিৎসক তাঁর রোগ নির্ণয় করতে ব্যর্থ হন ৷ এরপরেই সরাসরি আলপনাকে পরিজনেরা নিয়ে আসেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর আলপনার ব্রেনে বৃহৎ আকারের টিউমার ধরা পড়ে ৷ তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের নিউরোসার্জেন চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চিকিৎসক টিম গঠন করা হয় ৷ তাঁরা সকলে মিলে পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার সম্পন্ন করেন ৷ আর তাতেই কিস্তিমাত । অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় ক্রিকেট বলের মতো সাইজের টিউমার ৷ অস্ত্রোপচারের পর ১৬ বছরের ছেলের জননী আলপনা মাহাতো এখন সম্পূর্ণ সুস্থ ৷ বাড়িও ফিরে গিয়েছেন তিনি ৷ নিউরোসার্জেন চিরন্তন বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরনের অপারেশন বাঁকুড়াতে তো দূর, কলকাতার বাইরেও খুব কম হয়ে থাকে । এ বছর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে 20টা ব্রেন টিউমার অস্ত্রোপচার হয়েছে ৷ এই অস্ত্রোপচারটি তাদের মধ্যে সবচেয়ে কঠিন ছিল ৷ রোগীর সেরিবেলামে ক্রিকেট বলের মতো সাইজের টিউমার ছিল ৷ যেটি অস্ত্রোপচারে দুই বোতলের উপর রক্ত লেগেছে ৷ তবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে সফলভাবে এই অস্ত্রোপচার হয়েছে ৷

