মহাকুম্ভে গিয়ে নিখোঁজ ছিলেন শিলিগুড়ির বাসিন্দা পুতুল রায়, অবশেষে খুঁজে পেলো তার
পরিবারের মানুষজন
শিলিগুড়ি : পদ পৃষ্ঠ হওয়ার পর থেকে পাওয়া যাচ্ছিল না খোঁজ শিলিগুড়ির পুতুল রায়ের। শিলিগুড়ির বাসিন্দা পুতুল রায় , নিজের পরিজনদের সাথে গিয়েছিলেন মহাকুম্ভতে, অবশেষে সেখানে গিয়ে তাকে খুঁজে পেল তার পরিবার। সুস্থ আছেন পুতুল দেবী। তিনি জানিয়েছেন এত ভিড় তিনি কোনদিন দেখেননি, ঘাবড়ে গিয়ে পরিচিতদের হারিয়ে ফেলেছিলেন তিনি, তবে ওখানকার স্বেচ্ছাসেবকদের প্রশংসা করলেন পুতুল রায়। তারা সাহায্য না করলে, তিনি ফিরে পেতেন না তার আত্মীয়দের। তার নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত ছিলেন তার ভাই এবং ভাই বউরা, তার এক ভাই এবং ভাই বউ কুম্ভে পৌঁছে অন্যান্যদের সাথে যোগাযোগ করে তাকে ফিরে পান। এদিকে পুতুল রায় ফিরে আশায় খুশি তার পরিবার এবং তার পাড়ার মানুষজন।