মহানন্দা নদীর চর থেকে অবৈধভাবে চলছিল বালি পাচার, অবশেষে আটক ১
নিজস্ব সংবাদদাতা : মহানন্দা নদীর চর থেকে বালি পাচার করার অভিযোগে অবশেষে পুলিশ আটক করলো অবশেষে। ওই ব্যক্তি আরো বেশ কয়েকজনকে সাথে নিয়ে বালি পাচার করে চলেছিল বলে খবর। জেরায় সে জানিয়েছে তার সাথে যে কয়জন আছে সব শিলিগুড়ির বাইরে। বালু পাচার তাদের সাথে ফোনের মাধ্যমে হত। রাতের অন্ধকারে চলত এই কাজ কারবার পুলিশ আরো জানিয়েছে দিনের বেলা এইসব বালি পাচারকারীরা অন্য কাজে ব্যস্ত থাকতো। রাত হলেই শুরু করত এই বালি পাচারের কাজ। কিছু বেকার ছেলেদের অল্প পয়সার মাধ্যমে সে এই কাজ করতো । কয়েকটি নদীর চর থেকে বেশ কয়েক মাস ধরে চলছিল এই বালি পাচারের কাজ। পুলিশ ও ঠিকভাবে ধরতে পারছিল না। অবশেষে খবর পেয়ে এদিন ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
