মহিলা আইনজীবীকে ব্ল্যাকমেইল এক যুবকের, ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি কোর্টে
শিলিগুড়ি : আইনজীবীদের একাংশের সাথে আজ এক যুবকের ঝামেলা কে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি কোর্টে। খবরে জানা গেছে এক মহিলা আইনজীবীকে ব্ল্যাকমেইল করে তার ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল ওই যুবক। বছর দুয়েক আগে ওই মহিলা আইনজীবীর সাথে বন্ধুত্ব হয় ওই যুবকের।এদিকে ওই যুবক নানান অছিলায় এবং বিভিন্ন মুহূর্ত নিয়ে ওই মহিলা এবং তার ছবি ভিডিও করে রাখে, এবং ছবিও তুলে রাখে। এরপর তাকে দেখিয়ে বিভিন্নভাবে ভয় দেখায়। একবার তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, তবুও ছাড়া পেয়ে সে আবার শুরু করে ওই একই কাজ। এবার কোর্টে সে আসলে আইজি আইনজীবীদের সাথে তার তুমুল বচসার সৃষ্টি হয়। এরপরে তো হাতাহাতি পর্যায়ে যায়। অবশেষে এদিন মিলিটারি আসে পরিস্থিতি সামলাতে ।
