মহুয়া মৈত্রের ঘটনায় বিজেপীকে তুলোধুনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : বিজেপী একেবারেই নির্লজ্জভাবে এই কাজ করল। এদিন মহুয়া মৈত্রের ঘটনায় জেলা সভাপতি পাপিয়া ঘোষ কার্যত এভাবেই তুলাধুনা করলেন বিজেপীকে। এমনকি তিনি আরও জানান একেবারেই অসাংবিধানিক কাজ করল বিজেপী । এই কাজ মেনে নেওয়া যায় না।অতীতে এত সরকার এসেছে কেউ একেবারে সংবিধানের বাইরে গিয়ে এই কাজ করে নি। আমাদের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো দরকার বলেও জানান জেলা সভাপতি। তিনি এও জানালেন নিজেদের হাতে ক্ষমতা। তাই তার অপব্যাবহার করে বিজেপী বোঝাতে চাইছে তারাই সমাজের সবকিছু। এইভাবে কাউকে আটকে রাখা যাবে না বলেও মন্তব্য করেন জেলা সভাপতি। মহুয়া মৈত্র একজন প্রতিভাবান সাংসদ তিনি জানেন ভালোভাবেই এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে হয়।
তাকে যেভাবে বহিষ্কার করা হল এটা ভারতের গোটা মানুষ দেখল। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। মহুয়া মৈত্রের পিছনে অনেক দিন থেকেই লেগেছিল বিজেপী। এইবার তারই সদ্ ব্যাবহার করল তারা। জেলা সভাপতি জানান তবে আবার মহুয়া মৈত্র জিতে সাংসদ পদ ফিরে পাবেন বলেও এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজেপী বিপদ্ বুঝে গেলেই কাউকে “দেশদ্রোহী” কাউকে দেশের অবমাননা এই সব অপরাধে অপরাধী করে। এই হল বিজেপীর চিন্তা ভাবনা। তবে এইভাবে বিজেপী আগামী লোকসভায় কোনো ভাবেই জয়ী হতে পারবে না। কারন অন্যায় না করলে কোন সাজা হয় না। তাই মহুয়া মৈত্র জয়ী হয়েই আবার সংসদে ফিরে আসবেন। আমরা সবাই মহুয়া মৈত্রের পাশে আছি বলেও এদিন জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। মহুয়া মৈত্রের সাথে যা করা হল সেটা বিজেপীর পুর্ব পরিকল্পিত। তাই এই ঘটনায় আমরা একেবারেই অবাক নই বলেও জেলা সভাপতি জানান। আগামী নির্বাচনে বিজেপী এর ফলাফল হাতে নাতেই পাবেন বলেও জানান তিনি।