মাছের বাজার নিয়ে এক চরম আসন্তোষ. বন্ধ এর ডাক দুই বিক্ষুব্ধ গোষ্ঠীর
শিলিগুড়ি : মাছ ছাড়া বাঙালী চলতে পারে না। মাছে ভাতে বাঙালি এমনি এমনি বলে না। বাঙালির মাছ মানে বাঙালি জীবন । বাঙালির প্রাণ । কিন্তু এই মাছ বাজার বন্ধ করার হুমকি দিয়েছে শিলিগুড়ি ফিশ মার্কেট ব্যবসায়ী এসোসিয়েশন। দুটি গোষ্ঠীর মধ্য ঝামেলা নিয়ে এই হুমকি বলে জানা গেছে।কিছুদিন আগে সংগঠনের কর্মকর্তাদের উপর হামলার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। কিছুদিন আগে সেই ঘটনাটি ঘটে। সংগঠনের তরফে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের হয়। পাল্টা এরপর সংগঠনের সম্পাদক বাপি চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। কিছুদিন আগে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছিলেন। যদিও তিনি সংগঠনের সদস্য ছিলেন না বলে সম্পাদকের দাবি। সেই ব্যবসায়ীর মৃত্যুতে শোকপালন না হওয়া ঘিরে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, সম্পাদক ও সভাপতির দোকানের সামনে কয়েকজন এসে ঝামেলা করে। পরে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।পাল্টা সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর এবার বৃহত্তর আন্দোলনে নামছে বিরোধী গোষ্ঠী। তারাও জানিয়েছে এর একটা চরম বিহিত করা দরকার।
