কোচবিহারে স্মরণ করা হলো স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফুল আর মালায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান বীর সন্তান বিপ্লবী ক্ষুদিরাম বসুকে। ১১ অগাস্টই ছিল এই বীর সন্তানের ১১১ তম প্রয়াণ দিবস। এইদিন কোচবিহারের ক্ষুদিরাম স্কোয়ারে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে এই মহান ও বীর বিপ্লবীকে স্মরণ করা হয় কথা,গান কবিতায়। এদিন ক্ষুদিরাম ও বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কাজল চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক চন্দন কান্তি চৌধুরী, নেপাল মিত্র, বানিকান্ত ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট জনেরা।

ক্ষুদিরাম বসু, যিনি ছিলেন একজন বিপ্লবী। তিনিই আমাদের দেশে ব্রিটিশ শাসনের অত্যাচার্ ও অনাচারের বিরোধিতা করেছিলেন । ইতিহাসের পাতা থেকে জানা যায়, ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি একসঙ্গে মিলে ব্রিটিশ বিচারক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড কে হত্যা করার জন্যে গাড়িতে বোমা ছুড়েছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেব ওই গাড়িতে ছিলেন না। সেই ঘটনায় মৃত্যু হয়ছিল দুজন ব্রিটিশ মহিলার। তারা হলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন গ্রেপ্তারের আগেই কিন্তু ক্ষুদিরাম গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার দায়ে তাঁর বিচার হয়। এবংএই বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়। তিনিই ছিলেন ভারতের সবথেকে কনিষ্ঠতম বিপ্লবী যাকে এই ভাবে শহীদের মতো মৃত্যু বরন করতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *