মাঝ আকাশে অসম্ভব বুকে ব্যথা এক বিমান যাত্রীর , অবতরণ করিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : মাঝ আকাশে হঠাৎই বুকে ব্যথা যাত্রীর। তড়িঘড়ি অবতরণ করানো হল বিমান। কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণ করিয়ে চিকিৎসার জন্য ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান ৬ই ১০১৬ কলকাতার আকাশ থেকে খানিকটা দূরে অবস্থান করছিল তখন। ঠিক সেই সময় ওই যাত্রী বুকের যন্ত্রণায় কাতরাতে থাকেন।
সঙ্গে সঙ্গে বিমানে থাকা কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন। পাইলটকেও বিষয়টি জানানো হয়। এরপরই যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। জানানো হয়, বিমানে মেডিক্যাল এমার্জেন্সি কথা। ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণের অনুমতি দেয়। সেইমতই সোমবার বিমানটি ভোর ৫টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ৫৮এল বেতে পার্ক করানো হয়
বিমানবন্দরের মেডিক্যাল টিম ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। এরপরই তাঁকে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই যাত্রী। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বিমান কর্তৃপক্ষের তৎপরতায় খুশি পরিবার।