মাঠে বসে মানুষের সমস্যার কথা শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্য সাথে জেলা সভাপতি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পাড়ায় সমাধান করতে এবারে শিলিগুড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য সাথে জেলা সভাপতি পাপিয়া ঘোষ। শিলিগুড়ির একটি মাঠে বসে মানুষের কথা মন দিয়ে শুনলেন জেলা সভাপতি এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।এদিন তিনি জানান আমাদের মুখ্যমন্ত্রী প্রচণ্ডভাবে মানবিক মানুষের কাজের ব্যাপারে। মানুষের দরকার এবং মানুষের প্রয়োজনে মানুষ যাতে আমাদের সাহায্য পায় সেটা আমাদের দেখার দরকার। তাই আমি নিজে শিলিগুড়িতে এসেছি জেলা সভাপতির সাথে।যাতে কোনভাবেই মানুষ এসে ফিরে না যায়। আজকে আমাদের মুখ্যমন্ত্রী চান মানুষের সমস্যা মিটিয়ে এগিয়ে যেতে। তার নির্দেশ মেনেই আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের রাজ্যের মানুষের কাজ করতে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় আগ্রহী। তিনি চান যেকোন ধরনের মানুষ যেন কোন সমস্যা নিয়ে না থাকেন। তিনি নিজে দায়িত্ব ভাগ করে দিয়েছেন আমাদের মধ্যে। তাই আমরা তার নির্দেশ মেনেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।

এদিন পাড়ার সমস্যা শুনতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস মহিলানেতৃত্ব এবং যুব মহিলা তৃণমূল কংগ্রেস। মূলত এদিন রাজ্যের মন্ত্রীকে দেখে ভীড় করেছিলেন অনেক সাধারন মানুষ। তারা তাদের সমস্যার কথা খুলে বলেন চন্দ্রিমা ভট্টাচার্য্য এবং জেলা সভাপতিকে। তারাও মন দিয়ে সব কথা শুনে তাদের সমস্যা সমাধানের উপায় বাতলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *