মাত্র ৩০০ টাকায় ঘুরে আসা যাবে পাহাড়ে, জোর খুশির হাওয়া পর্যটক মহলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : মাত্র ৩০০ টাকা, আপনি চলে আসতে পারবেন পাহাড়ে। এত সস্তায় কোথাও হবে না। পাহাড় থেকে নেমে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয় পর্যটকদের। এক একজনের মাথাপিছু চলে যায় ২০০০ বা তার থেকেও বেশি। এখানেই সমস্যায় পড়ে যান পর্যটকেরা, তাই এবার অবস্থা সামাল দিতে নামলো নামলো এম বি এস টি সি।

এনবিএসসিসির এক আধিকারিক জানিয়েছেন, আমরা দেখেছি এবং খবর পেয়েছি এনজেপিতে নেমে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়ে যান পর্যটকরা। তাই আমাদের একটা চিন্তা ছিল কিভাবে এর সমাধান করা যায়। তাই আপাতত আমরা স্থির করেছি, ৩০০ টাকার মধ্যে পর্যটকদের পাহাড়ে পৌঁছে দেব। কোন রকমের লাভ ছাড়াই। কারণ এত টাকা দিয়ে পাহাড়ে উঠতে গিয়ে পর্যটকেরা অনেকেই আর্থিক সমস্যায় পড়ে যান। অনেক পর্যটকই আছেন যারা বিশাল দল নিয়ে আসেন। তাদের ক্ষেত্রে পার হেড ২০০০ টাকা তো অনেক হয়ে যায়, তাই আশা করছি এই কাজটা যদি আমরা করে উঠতে পারি, তবে আমাদের সুবিধা হবে, সুবিধা হবে পর্যটকদের। তবে সবকিছুই সময় বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *