দুয়ারে সরকারের ক্যাম্প কে ঘিরে প্রবল হুড়োহুড়ি মানুষের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একদিনের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে উপচে পড়ল ভীড়। আজ সকাল থেকেই শিলিগুড়িতে যে যে জায়গাতে দুয়ারে সরকারের ক্যাম্প করবার কথা সেখানে সেখানে উপচে পড়ে ভীড়। বিশেষ করে মহিলারা আজ সকাল থেকেই লাইন দিয়ে ফর্ম পুরন করতে দাড়িয়ে আছেন। যেহেতু আজকেই ফর্ম তুলে আজকেই ফর্ম জমা করতে হবে তাই সকাল থেকেই মহিলাদের মধ্যে তাড়াহুড়ো দেখা যায়। কন্যাশ্রী এবং বয়ষ্ক ভাতার জন্য ভীড় বাড়ে সবচাইতে বেশী। সকাল থেকেই দাড়িয়ে ফর্ম নিয়ে সেটা পূরন করে জমা দেবার জন্য হুড়োহুড়ি লেগে যায় মহিলাদের মধ্যে। এবার শুধুমাত্র একদিনের জন্য হওয়ায় আরো তাড়ায় আছেন মহিলারা।

সকাল থেকেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সেটা জমা করবার জন্য দৌড়াতে শুরু করে দেন মহিলারা। এদিকে শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত জানান একদিনের জন্য হওয়ায় ভীড় বাড়ে অনেকটাই। গতকাল রাত থেকেই ভীড় ছিল আমাদের কাউন্সিলার অফিসে। একজন আবেদন করে না পাওয়ায় ঘুরে ঘুরে আবার এসেছেন আবেদন পত্রের জন্য। ভোট সামনে তাই ঘোষনা হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে সমস্ত পরিষেবা তাই সবাই ঝুঁকি না নিয়ে একদিনের মধ্যে আবেদন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *