মাদারিহাট বিধান সভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে বৈঠক করলেন বিধায়ক এবং সাংসদ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : মাদারিহাট উপনির্বাচনে, বিজেপি প্রার্থী রাহুল লোহার সমর্থনে এক মিলিত বৈঠক করলেন, বিজেপি সাংসদ রাজু বিস্ত এবং বিধায়ক শংকর ঘোষ। আজ শঙ্কর ঘোষ জানান সামনেই উপনির্বাচন, আর এই মাদারিহাট এর সিট বিজেপির ছিল , এবং বিজেপিরই থাকবে। এই সিট ১০০শতাংশ বিজেপিরই দখলে থাকবে।

এদিন শংকর ঘোষ আরও জানান , বর্তমানে বাংলায় তৃণমূল সরকার জোরজবস্তি করে ভোটে জেতার একটা কৌশল শুরু করতে চাইছে, কিন্তু মানুষ এটা কোনভাবেই হতে দেবে না। এদিন সাংসদ রাজু বিস্ত বলেন মাদারিহাট বিজেপির ছিল, এবং বিজেপিরই থাকবে। তৃণমূল কংগ্রেসের কোন রণনীতি এখানে সফল হবে না। কারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি কি আছে? ভোট হলেই আপনারা বুঝতে পারবেন কারা জিততে চলেছে, শুধুমাত্র অপেক্ষা করুন , ফলাফল আপনাদের সামনেই চলে আসবে। আর বেশি দেরি নেই ভোটের, মানুষ বুঝতে পেরে গেছে বিজেপির উপর ভরসা করে চললে তাদের আখেরে লাভই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *