মাধ্যমিক হবে অফলাইনেই , পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে আজ থেকেই
বেস্ট কলকাতা নিউজ : এ বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মার্চের সাত তারিখ থেকে। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক। মঙ্গলবার সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয় রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে । বৈঠকের পরেই স্পষ্ট হয় যায় অফলাইনেই হবে প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই জোড়া পরীক্ষা। আজ বুধবার থেকেই (২৩ ফেব্রুয়ারি) দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। মধ্যশিক্ষা পর্ষদ আরও জানিয়েছে, স্কুলগুলি পর্ষদের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়, তা মার্চের ৪ তারিখের মধ্যে করতে হবে। মাধ্যমিক পরীক্ষা আগের মতোই অন্য স্কুলে দিতে হবে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে নিজের স্কুলেই।