“মানুষের পরিষেবা দিতে হবে, আর আমাকে যেভাবেই হোক তা করতে হবে”, মানুষ আমাকে বিশ্বাস করে এনেছেন, জানালেন শিলিগুড়ির কাউন্সিলর শ্রাবনী দত্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : মানুষকে পরিষেবা দিতে আমি তৈরি, যে মানুষ বিশ্বাস করে আমাকে দু দুবার ভোটে জেতালেন তাদের জন্য আমি করবো না? আমি রাজি সবকিছুতে , বর্তমানে পায়ে চোট পেয়ে ঘর থেকেই আপাতত পরিষেবা দিচ্ছেন শ্রাবণী দত্ত। তার সাথে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, ওয়ার্ডের তৃণমূল কর্মী তথা যুব তৃণমূলের নতুন মুখ সুদীপ্ত জানা। তিনি জানান, সোশাল মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম ওয়ার্ডের মানুষের জন্য কাজ দরকার হলে বাড়িতে আসুন সবাই। সবাই বাড়িতে আসছেন, এবং আমি আমার প্রয়োজনীয় তথ্য এবং তাদের যা প্রয়োজন তা দিয়ে চলেছি।

শ্রাবণী দত্ত আরো জানান, মানুষ আমাকে ভালোবেসে, এবং বিশ্বাস করে দ্বিতীয়বারের জন্য বিপুল ভোটে জয়ী করেছেন, আমি সেটা ভুলবো কি করে। আপাতত ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছেন, আরো একমাস। তবে আমি ঘর থেকেই কাজ করে যাব, মানুষকে পরিষেবা দিতে গেলে এইটুকু কষ্ট আমাকে সহ্য করতেই হবেএমনটাই বললেন শ্রাবণী দত্ত। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েছি, তাই আমি কোন কাজ করতে ভয় পায় না, এভাবে এগিয়ে যাব আমি জানালেন শ্রাবণী দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *