মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকলেই পৃথিবীটা সুন্দর হবে, এমনটাই জানালেন শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী ও কবি পৃথা সেন
নিজস্ব সংবাদদাতা : আজকের পৃথিবী দিনের পর দিন দূষিত হয়ে যাচ্ছে। মানুষের সাথে মানুষের মিল নেই একেবারে। সব কিছুর সাথে সব কিছুর যোগাযোগ হচ্ছে এই আধুনিক সমাজে, অথচ মানুষের সাথে মানুষের যোগাযোগ নেই যেটা আজকালকার দিনে সবথেকে বেশি দরকার। সেখানে ভরে উঠেছে হিংসা এবং হানাহানি। অথচ আমাদের দরকার এক সুন্দর পৃথিবী। ঈশ্বর আমাদের মানুষ করে পাঠিয়েছেন প্রচুর কর্তব্য করার জন্য, অথচ আমরা সবকিছু ভুলে গেছি, আজকের পৃথিবীর এক শূন্যতায় ভরে গেছে। এখনই যদি এর ব্যবস্থা না করা যায় ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে কি শিখবে? আমাদের কাজ আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য সবকিছু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় , কিন্তু আমরা সব দেখি শিখতে চেষ্টা করি না। নিজের কবিতার মধ্য দিয়ে আমি আমার জীবনের এই অভিজ্ঞতাকে মানুষের মধ্যে বিলিয়ে দিতে চেষ্টা করি। তাতে যদি কারো উপকার হয়, কেউ যদি নিজের ভুল বুঝতে পারে এবং কেউ কেউ যদি আবার আগের মত হয়ে যায় তবেই বুঝবো এই পৃথিবী সুন্দর হয়েছে এমনটাই জানালেন পৃথা সেন । তিনি আরো জানান শিলিগুড়ির সাংস্কৃতিক জগতকে আরো সুন্দর করে তুলতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে হবে। তবেই আমরা জিততে পারবো, আবার এই পৃথিবীকে সুন্দর তৈরি করতে পারব।


