মার্কিন-অস্ট্রেলিয়ানদের কোটি কোটি টাকা আত্মসাৎ শহর কলকাতায় বসে, অবশেষে গ্রেফতার হল একাধিক অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ :আমেরিকা থেকে অস্ট্রেলিয়াবাসীকে ফোন করে জালিয়াতি খোদ শহর কলকাতায় বসে ৷ এর পাশাপাশি কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও উঠলো প্রতারকদের বিরুদ্ধে ৷ অবশেষে তদন্তে নেমে সাফল্য পেল লালবাজার ৷ সূত্রের খবর দুটি ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস হওয়ার পাশাপাশি গ্রেফতার হয় ১৬ জন ৷ এমনকি ঘটনাস্থল থেকে বাজেয়াপ্তও করা হয় একাধিক ফোন, ল্যাপটপ এবং অন্যান্য হার্ডওয়্যার সামগ্রী। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “শহরে বেআইনি কল সেন্টারগুলির হদিশ পাওয়ার জন্য আমরা সব সময় তৎপর থাকি । এর আগেও একাধিক কল সেন্টারে হদিশ পাওয়া গিয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে এবারও এই দুটি কল সেন্টার বাজেয়াপ্ত করি এবং ১৬ জনকে গ্রেফতার করি৷”

প্রসঙ্গত, নগরপাল হিসেবে দায়িত্বে নেওয়ার পর মনোজ কুমার ভার্মা বলেছিলেন, কলকাতায় অন্যতম চ্যালেঞ্জ বেআইনি কল সেন্টারগুলির হদিশ পাওয়া । কারণ এই বেআইনি কল সেন্টারগুলির হাত ধরেই কোটি কোটি টাকার প্রতারণা চলছে গোটা দেশ জুড়ে । ফলে কলকাতার নগরপাল প্রত্যেক থানার অফিসার ইনচার্জ এবং গোয়েন্দা বিভাগকে শহরের আনাচে-কানাচে গজিয়ে ওঠা কল সেন্টারগুলিকে চিহ্নিত করা এবং অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেন । আর তাঁর কথা মতো লাগাতার অভিযানে এবার শহরের বিভিন্ন জায়গায় গোপন তল্লাশি চালিয়ে হদিশ মিলল দুটি কল সেন্টারের ৷