মালদায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান
মালদা : এস আই আর এর বিরুদ্ধে তৃণমূল যে অবস্থান নিয়েছে তা একদম সঠিক। রাজ্যে এস আই আর বিরোধী আন্দোলনে দলের সঙ্গে পথে নামতে তৈরি তিনিও। মালদায় দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করলেন বহরমপুরের সংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন মালদার মালতিপুর এবং ইংরেজবাজারে দলের বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন,মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি,বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ মহাশয় ও অন্যান্য বিশিষ্টরা অতিথিরা।

এদিন নিজের বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ইউসুফ বলেন, জনকল্যাণমূলক কাজগুলি এগোতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় রাজ্যে ক্ষমতায় আনতে হবে। পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা”- অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন তিনি। ইউসুফ আরও বলেন, বাংলা থেকে সাংসদ নির্বাচিত হতে পেরে আমি চরম গর্বিত। ইউসুফকে দেখতে এদিন মালদার মালতিপুর এবং ইংরেজবাজার দুটি সভাতেই উৎসাহীদের ভিড় উপচে পড়ে। এমনকি তাঁর সঙ্গে ছবি মোবাইল ক্যামেরা বন্দি করতে এবং ক্রিকেট ব্যাটের সই সংগ্রহের জন্য এদিন ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়।