মালদার আমের চরম আকাল শিলিগুড়িতে, মানুষ আম নিচ্ছেন বাইরে থেকে
শিলিগুড়ি : এবারে শিলিগুড়িতে একেবারেই ঘাটতি মালদার আমের। অন্যান্য বারের চাইতে এবারে তিনগুনের ও কম আম এবার শিলিগুড়িতে এসে পৌছিয়েছে। আম কেন এত কম আসল শিলিগুড়িতে? অনেকেই জানিয়েছেন সাধারনত আমের মরশুমে সবার আগে শিলিগুড়িতে এসে পৌছায় মালদার আম তারপরে যায় অন্য জায়গাতে, এবার মালদার আম চলে গেছে ইয়োরপের তিনটি দেশে এবং তারপরে চলে গেছে ভারতের বিভিন্ন জায়গায়, সেই কারনেই বাজারে ঘাটতি হয়ে গেছে মালদার আমের।
এদিকে ব্যাবসায়ীরা অনেকেই জানিয়েছেন তারা নিজেরাই চলে যান মালদার বাজারে যেখান থেকে আম রপ্তানি হয় বিভিন্ন এলাকায় এবং বিদেশে, সেখানে গিয়েও তারা সুযোগ এবং সুবিধা পান নি আম শিলিগুড়িতে নিয়ে আসার ব্যাপারে। ফলে ইচ্ছে থাকলেও অনেকটা হতাশ হয়েই ফিরতে হচ্ছে তাদের। আরো জানা গেছে অন্যান্য বারের চাইতে এবারে মালদার আমের ফলন শিলিগুড়িতে অনেকটাই কম এসেছে এর ফলে চাহিদা থাকলেও যোগান দিতে পারছেন না ব্যাবসায়ীরা।
ব্যাবসায়ীরা এও জানিয়ে দিয়েছেন এইবার মালদার আমকে ছাড়াই চলতে হবে মানুষকে। জামাইষষ্ঠীতেও পাওয়া যায় নি পর্যাপ্ত আম, ইলিশ এবং মালদার আম জামাইষষ্ঠীতে বিখ্যাত, তাই এবারে আম ঠিকমতো না আসায় হতাশ সবাই। এখন সামনের বছরের দিকে তাকিয়ে আছেন ব্যাবসায়ীরা, যতদিন না দ্বিগুন আম শিলিগুড়িতে আসে।