ভুয়ো সার্টিফিকেট থেকে চাকরি বিক্রি, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পারদর্শী ছিলেন সব ক্ষেত্রেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করেছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ৷ তার বিরুদ্ধে সরব হচ্ছেন এমনকি আন্দির স্থানীয় বাসিন্দারাও । জাল সার্টিফিকেট থেকে এমনকি চাকরি বিক্রি জীবনকৃষ্ণ হাত পাকিয়েছিলেন প্রায় সব ক্ষেত্রেই । এমনি বিস্ফোরক অভিযোগ করেছে স্থানীয়দের একাংশ ।

এদিকে স্থানীয় সূত্রে খবর, প্রথমে বিশেষভাবে সক্ষমদের জন্য জাল সার্টিফিকেট বানানো হতো । এমনকি অভিযোগ উঠেছে ওই সার্টিফিকেট দিয়ে অনেকে অবৈধভাবে চাকরি পেয়েছেন বলেও । আরও অভিযোগ ,পুলিশ অফিসাররা এসেও চাকরির জন্য ধর্না দিয়ে পড়ে থাকতেন জীবন সাহার কাছে। কত পুলিশ অফিসার যে এসে বসে থাকতেন যে, এই বলে আমার ছেলের একটা চাকরি করে দিন। এই বিষয়টা সরকার জানে না ? এটা সরকারের কাছে অজানা ছিল? এমনি প্রশ্ন জীবনকৃষ্ণের প্রতিবেশীদের৷

উল্লেখ্য , জীবনকৃষ্ণ দুর্নীতি শুরু করেছিল ২০১৪ সাল থেকে । তখন প্রাইমারি ছিল ৯ থেকে ১০ লাখ। নবম-দশম ছিল ১৬-১৭ লাখ। আর, আপার প্রাইমারি ছিল ১৩-১৪ লাখ।জানা গেছে জীবনকৃষ্ণ কয়েকশো কোটি টাকা তুলেছে চাকরি প্রার্থীদের কাছে থেকে। আবার তাঁর বিরুদ্ধে অভিযোগও উঠেছে কারোর কাছ থেকে টাকা নিয়ে চাকরি না দেওয়ারও ।

এদিকে জীবনকৃষ্ণ গ্রেফতার হতেই, তাঁর শ্যালক নিতাই সাহা যে স্কুলের শিক্ষক, সেই পিয়ারাপুর প্রাথমিক বিদ্যালয়ের অফিসে বাড়তি একটি তালা ঝুলিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। নথি যাতে না লোপাট হয়, সেটাই চাইছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *