মালদা জেলার অন্যতম জনপ্রিয় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর কালীপুজো
বাপি সিংহ মালদা: মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অন্যতম জনপ্রিয় কালীপুজো কারণ এখানে প্রায় ৫০ ফুটের কালি প্রতিমা উঠে তবে এবারই প্রথম নয়। স্থায়ী মন্দিরে বড় কালী পুজো হচ্ছে গত ৭১ বছর ধরেই। এই পুজো দেখতে হাজির হয় লক্ষাধিক মানুষ। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কালি পূজো হয় এখানে। কোনো থিমের চমক নয়। এখানকার বিশেষত্ব হলো প্রতিমার সৌন্দর্য ও পুজোর নিষ্ঠাই ।পুজো উপলক্ষে প্রায় দুই সপ্তাহ ধরে বড় মেলাও চলবে। বিসর্জন পর্বও আকর্ষণীয় এই পুজোর। মণ্ডপ থেকে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে গিয়ে বিসর্জন করা হয়। কোনো চাকা ছাড়াই মায়ের কাঠামোতে রশি বেঁধে টেনে নিয়ে গিয়ে স্থানীয় একটি জলাশয়ে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জন পর্বে সমাবেত হন কয়েক হাজার মানুষ। বিসর্জনে থাকে আতসবাজির প্রদর্শনীও।