প্রয়াত হলো প্রাক্তন সিপিআই-এর সাংসদ গুরুদাস দাশগুপ্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রয়াত হলো প্রাক্তন সিপিআই-এর সাংসদ গুরুদাস দাশগুপ্ত। সকাল ছটা নাগাদ নিউটাউনের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।চলতি বছরের অগাস্ট মাসে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । চেতলার বাড়িতে তিনি পড়ে যান হাঁটতে গিয়ে। সেই সময় তাকে ভর্তি করানো হয়েছিল ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেই সময় জানা যায় তাঁর মাইল্ড স্ট্রোক হয়েছে । এছাড়াও ছিল শ্বাসকষ্টজনিত সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যাও।

১৯৩৬ সালের ৩রা নভেম্বর বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন গুরুদাস দাশগুপ্ত৷ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনি পাঁচবারের সাংসদ হিসেবেও নির্বাচিত হয়ে ছিলেন। ১৯৮৫ সালে প্রথমবারের জন্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন গুরুদাসবাবু।এরপর সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিআইসির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০০১ সালে। ২০০৪ সালে লোকসভা ভোটে পাঁশকুড়া থেকেও সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালে তিনি লোকসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন ঘাটাল থেকেও । ওই বছরই লোকসভায় সিপিআইয়ের দলনেতা হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *