মালদ্বীপের সেনাবাহিনীকে ৭২টি ভারী যানবাহন উপহার দিল ভারত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তিতে মালদ্বীপ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে ৭২টি ভারী যানবাহন উপহার দিলেন। ২০২৫ সালের ২৫ জুলাই মালদ্বীপের রাজধানী মালে-তে এক বিশেষ অনুষ্ঠানে এই উপহার হস্তান্তর করা হয় এই বহরে রয়েছে ৮টি বাস, ১০টি পিকআপ ট্রাক, ১০টি মিনি-ভ্যান ১০টি ভ্যান, ৫টি ভান লরি ৮টি ট্রাক্টর, ৪টি টিপার ডাম্প ট্রাক ৪টি ব্যাকহো লোডার ২টি ক্রেন ৬টি মিনি এক্সকাভেটর, ৫টি এক্সকাভেটর । এই উপহার মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর পরিবহন, উদ্ধার অভিযান, অবকাঠামোগত উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক হবে।

উল্লেখযোগ্যভাবে, ভারত ইতিমধ্যেই মালদ্বীপকে ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, পর্যটন, ডিজিটাল রূপান্তর ও মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার মধ্য দিয়ে এক নতুন সম্পর্কের অধ্যায় শুরু করেছে। এই অনুদান ভারতের ‘প্রথম প্রতিবেশী’ নীতিরই প্রতিফলন, যা দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক গঠনে সহায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *