মিথ্যে চুরির অভিযোগ, এনজিপিতে গণধোলাইয়ে মৃত্যু হল এক যুবকের ,গ্রেফতার হল ১০
নিজস্ব সংবাদদাতা : চুরির অভিযোগ এনে এক যুবককে বেধড়ক মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠল এনজিপির বেশ কিছু ব্যাক্তির বিরুদ্ধে। এনজিপির বেশ কিছু দোকানের সামগ্রী চাল ডাল ইত্যাদ চুরি হয়ে যায়। এবং সবার সন্দেহ গিয়ে পড়ে এনজিপিরই এক দোকানেরই এক কর্মচারীর বিরুদ্ধে। কর্মচারী যদিও বারবার বলে আসছিলো সে নির্দোষ তবুও মানেননি কেউ। ব্যাপক মারধর করা হয় তাকে । মারধরের পরে তাকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় ওই যুবকেরা। পরে এলাকারই বেশ কিছু যুবক এসে তাকে উদ্ধার করে এনজিপি তে রেলের হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার অবস্থা আশঙ্কা জনক হয়ে পড়ায় , তার বাড়িতে খবর দেওয়া হয়। বাড়ির লোকেরা আসার পরে মৃত্যু হয় তার।

এদিকে অভিযোগ ওঠে কোন কিছু না জেনেই তাকে প্রহার করলেন এলাকার মানুষ। এদিকে এদিন বাড়ির লোকেরা দাবি করেন তাদের ছেলে ওই ধরনের কাজ করতেই পারেনা। তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে প্রচন্ড ভীতু ধরনের ছেলে। তার বিরুদ্ধে এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। অবশেষে এদিন পুলিশ গোটা ঘটনাটি তদন্ত শুরু করে।