মুখোমুখি সংঘর্ষ বালি বোঝাই লরির সঙ্গে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী-সেবকের মৃত্যু হল মর্মান্তিক পথ দুর্ঘটনায়!
বেস্ট কলকাতা নিউজ : এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেলো হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হন একাধিক সেবক। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টা নাগাদ। এদিকে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয় বলে । গুরুতর জখম হন স্বামী অমরানন্দ মহারাজ।

জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী ও সেবকের। পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীরও মাথায় গুরুতর চোট লাগে। আহত অবস্থায় তাঁকে এদিন উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । গাড়ির চালক এবং আরও কয়েকজন সেবক আহত হয় এই দুর্ঘটনায়। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।