মুখ্যমন্ত্রীর অভিযোগের সত্যতা প্রমাণে অবশেষে ‘আক্রান্ত’দের সামনে আনল তৃণমূল শিবির, মামলা দায়ের করার হুঁশিয়ারি দিল্লি পুলিশের বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রীর অভিযোগের সত্যতা প্রমাণে ‘দিল্লিতে আক্রান্ত’ মালদার পরিবারকে কলকাতায় সংবাদমাধ্যমের সামনে দাঁড় করাল তৃণমূল কংগ্রেস ৷ বাংলাভাষী হওয়ায় মালদার পরিযায়ী শ্রমিকদের দিল্লি পুলিশ হেনস্তা করেছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, তাকে মিথ্যে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দেন তিনি ৷ তবে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশে মামলা করার পালটা হুঁশিয়ারি দেয় রাজ্যের শাসকদল ৷ আর তারপরই তৃণমূল নেতাদের সঙ্গে নিয়েই প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার ৷

‘দিল্লিতে আক্রান্ত’ পরিবারের পাশে দাঁড়িয়ে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মালদার পরিযায়ী শ্রমিকদের হয়রানির ভিডিয়ো এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করার পর, দিল্লি পুলিশ তাঁকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে । আমরা এর তীব্র নিন্দা জানাই । দিল্লি পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে । এবার এই পরিবারটি কলকাতা পুলিশের কাছে দিল্লির পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে ৷ প্রথমত ওদের উপর অত্যাচার করেছে, তারপর আবার তা ধামাচাপা দিতে ব্যস্ত ।”
মালদার পরিবারের দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পরিবারের শিশুর উপর পুলিশের মারধরের অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন । যদিও পরবর্তী সময়ে বিষয়টি অন্য মাত্রা পায় যখন দিল্লি পুলিশ দাবি করে, ঘটনাটি সত্য নয় । উলটে দিল্লি পুলিশের দাবি ছিল, মালদা নিবাসী এক আত্মীয়ের প্ররোচনায় মিথ্যে অত্যাচারের নাটক করছে পরিবারটি ।
এরপরই এই ঘটনায় বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী মিথ্যে প্রচারের অভিযোগ তুলে দিল্লিতে চিঠি লেখেন। এরপর শাসকদল ওই পরিবারকে তৃণমূল ভবনে হাজির করিয়ে তাদের উপর কী ধরনের অত্যাচার হয়েছিল, তার কাহিনি এদিন মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। যদিও শিশুটিকে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আনতে চায়নি তৃণমূল । তবে তাঁর মা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন । এদিন তৃণমূল ভবনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করেন ৷ সেখানেই অত্যাচারের বর্ণনা দেন মহিলা ।