মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই কি হতে চলেছে শিলিগুড়ির ভবিষ্যত?
শিলিগুড়ি: চরম বিরক্ত মুখ্যমন্ত্রী শিলিগুড়ির জন্য সতর্ক করে দিলেন, তবে শিলিগুড়ির পরিবর্তন কি হবে? শিলিগুড়িতে চরম ব্যার্থ তৃণমূল কংগ্রেস, সব ওয়ার্ডেই পরাজিত, ব্যার্থ মেয়র ডেপুটি মেয়র সহ সকলেই, আর সবচাইতে অবাক করার মতন ঘটনা এত কিছুর পরেও কারো সাথে কারো মিল নেই একেবারেই। প্রচার করতে গেলে একে অন্যকে ডাকেন না, ভয়ে যে নিজের জায়গা থাকবে তো? জেলা সভাপতি এসেছেন দুবছর ধরে তাকেও সহ্য করতে পারেন না কেউই, গোষ্ঠীদন্দ নামক রোগে আক্রান্ত শিলিগুড়ির ভরাডুবি হয়েছে এটা সবার জানা। মুখ্যমন্ত্রী জানেন সবই কোথায় কার কি রোগ এবং কোন রোগের কি ওষুধ সেটাও অজানা নয় মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন শিলিগুড়ির ফলাফলে তিনি বিরক্ত এবং হতাশ। তোলাবাজী এবং জমিদখলের ঘটনায় মেয়র কেন উদাসীন সেটাও মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন।
তবে কতখানি শিলিগুড়ি এতে উজ্জিবিত হবে সেটাও দেখবার বিষয়। সামনেই বিধানসভা ভোট ডাবগ্রাম -ফুলবাড়ি জেতা মেয়রের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। জেলা সভাপতি নিজে দায়িত্ব নিয়ে যতখানি করছেন সেটা বাদে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে শুন্য পাবে। বেশীরভাগ ওয়ার্ডেই তৃণমূল পিছিয়ে ৫০০০ /৬০০০ ভোটে। সেটা জেনেও প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।গতকালের নজীরবীহীন বৈঠকে মুখ্যমন্ত্রীর রাগ দার্জিলিং জেলা নেতৃত্বের কাছে কতটা ওষুধ হয়ে উঠবে সেটাই আপাতত দেখবার।