মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অবশেষে শিলিগুড়িতে শুরু সরকারি সবজী বিক্রি
শিলিগুড়ি : বাজারে প্রচণ্ড দাম সবজীর। হেনস্থা হচ্ছেন সাধারন মানুষ এবং ব্যাবসায়ীরাও। নাগালের বাইরে চলে গেছে সবজীর দাম। সব জায়গার সাথে সাথে শিলিগুড়িতেও সবজীর দাম আকাশ ছোয়া। টমেটো থেকে বেগুন সব জিনিস বিক্রি হচ্ছে আকাশছোয়া দামে। শিলিগুড়ির প্রধান তিনটি বাজারেই সবজীর দাম আকাশছোয়া। মানুষের হাতের বাইরে চলে গেছে সবজীর দাম। এর পরেই মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী, বাংলার সব জায়গাতে সবজী বিক্রি করতে নির্দেশ দিয়েছেন। শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডেই সবজী বিক্রি হচ্ছে। মানুষ আসছেন এবং দেখে কিনছেন। সবাই জানিয়েছেন বাড়িতে এমন সদস্যও আছেন যারা মাছ এবং মাংশ খান না, তারা সবজির উপরেই নির্ভরশীল। তাই সবজির দাম বেড়ে যাওয়ায় প্রচণ্ড সমস্যায় পড়ে গেছেন তারা। তবে সরকারের তরফ থেকে সবজি বিক্রি করা শুরু হওয়ায় সমস্যা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সাধারন মানুষ। তবে কতদিন সবজি এইভাবে বিক্রি হবে সেটা এখনো জানতে পারা যায় নি।