মুখ্যমন্ত্রী বলার পরে কেন আপনাদের টনক নড়ে? বাজারে গিয়ে সাধারণ মানুষেরপ্রশ্নের মুখে পড়লো টাস্ক ফোর্স
নিজস্ব সংবাদদাতা : আলুর দাম, লাগামছাড়া পেঁয়াজের দাম ধরা যাচ্ছে না , টাস্ক ফোর্স এসবের কিছু সুরাহা করতে পারছে না, যার ফলে বাজারে এসে নিজেরাই সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। মানুষের প্রশ্ন মুখ্যমন্ত্রী বলেন তারপর আপনারা আসেন ? তাহলে আপনাদের দায়িত্ব কোথায়? গোটা বাংলার মানুষের কাছে টাস্ক ফোর্স এর কাজ অবাক করে দেওয়ার মতো। কেন করছে না কাজ? কিভাবে তারা সামলাবে? এদিকে জিনিসপত্রের দাম এই বছর যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের চিন্তা আগের থেকে তিনগুণ বেড়ে গেছে। শিলিগুড়ি সহ গোটা বাংলা জুড়েই একই অবস্থা, সাধারণত শীতকালে কমে যায় সবজির দাম, কিন্তু এবারে তা হচ্ছে না , বিয়ে এবং পিকনিকের বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে শাকসবজি এবং অন্যান্য জিনিসের দাম। কিন্তু কবে কমবে জিনিসের দাম? টাস্ক ফোর্স এর কাজে একেবারেই সন্তুষ্ট নন সাধারণ মানুষ। রোজ বাজারে গিয়ে খালি হাতে ফিরে আসা , প্রচন্ড খারাপ ব্যাপার, আর সেটাই করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে বলা হচ্ছে ডিসেম্বরে শুরুতে কমে যাবে সবজির দাম, তবে কবে কমবে এটাই অপেক্ষায় রয়েছে গোটা বাংলার মানুষজন।
