মুম্বই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সেলিম গাজির মৃত্যু হল করাচিতে
বেস্ট কলকাতা নিউজ : সেলিম গাজি ৷ তিনি ১৯৯৩ সালে মুম্বইয়ে সিরিয়াল ব্লাস্টে মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ৷গতকাল করাচিতে তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে৷এই খবর প্রকাশ্যে এসেছে এমনকি মুম্বই পুলিশের বিশেষ সূত্র মারফত ৷ আরও জানা গিয়েছে, মোস্ট ওয়ান্টেড সেলিম গাজি অসুস্থ ছিল বেশ কয়েকদিন ধরে৷ এমনকি সে ভুগছিল উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ৷ চিকিৎসাধীন অবস্থায় গতকালই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়৷
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্তদের মধ্যে একজন আন্ডার ওয়ার্ল্ড ডন ছোটা সাকিলের ঘনিষ্ঠ বৃত্তে থাকা সেলিম গাজি৷ কিন্তু সেই সন্ত্রাসবাদী হামলার পর সে মুম্বই ছেড়ে পালাতে সক্ষম হয় দাউদ ইব্রাহিমের বিশেষ সহায়তায়৷ এমনকি তার নাম মোস্ট ওয়ান্টেডের তালিকায় উঠে আসে মুম্বই ব্লাস্টের মূল অভিযুক্ত হিসেবে৷ সে ইন্টারপোলের নজরেও ছিল৷ ধরা পড়ার ভয়ে সেলিম গাজি প্রায় তিন দশক ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়িয়েছে ৷ পরে দুবাইয়ে বসবাস করতে শুরু করে ৷ পরে অপরাধ জগতের বাদশা ছোটা সাকিলের সঙ্গে মিলে সে পাকিস্তান অবৈধ কার্যকলাপে সক্রিয় ভূমিকা নেয় ৷
সেলিম গাজি ছাড়াও মুম্বই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল ছোটা সাকিল, দাউদ ইব্রাহিম, টাইগার মেনন ও তার পরিবারও ৷ মূলত ২৫০ জনের মৃত্যু হয় ১৯৯৩ সালের ওই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায়৷ আহত হয়েছিলেন ৬০০ -র বেশি মানুষ ৷ অভিযুক্তরা সকলেই বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি অথবা পাকিস্তানে ৷